ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেই এএসআই সোহেল রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
সেই এএসআই সোহেল রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা

গাজীপুর: ‘টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ’ এমন শিরোনামে বাংলানিউজ টোয়েন্টিফোর.কম- এ সংবাদ প্রকাশের পর অভিযুক্ত সেই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জুলাই ‘টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এ সংবাদ প্রকাশ হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে গত ১০ অক্টোবর এএসআই সোহেল রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।  গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় কর্মরত থাকা অবস্থায় এএসআই সোহেল রানার বিরুদ্ধে এ অভিযোগ উঠে। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। ওই সময় এএসআই সোহেল রানাকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।  

আরও পড়ুন>>

>>> টাকা নিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।