ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে হাসপাতালে স্ক্যানু ইউনিটে আগুন, ৪৮ নবজাতক ঝুঁকিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
হবিগঞ্জে হাসপাতালে স্ক্যানু ইউনিটে আগুন, ৪৮ নবজাতক ঝুঁকিতে

হবিগঞ্জ: হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নবজাতকদের বিশেষায়িত সেবাকেন্দ্রে (স্ক্যানু) আগুন লাগে। এতে অচল হয়ে পড়েছে নবজাতকের চিকিৎসায় ব্যবহৃত ১১টি রেডিয়াম ওয়ার্মার।


 
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফলে স্ক্যানুর ভেতরে থাকা ৪৮টি নবজাতককে সেখান থেকে স্থানান্তর করতে হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টায় হঠাৎ স্ক্যানু ইউনিটে বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লেগে যায়। এ সময় ১১টি রেডিয়াম ওয়ার্মার বন্ধ হয়ে গেলে সেখানে থাকা ৪৮টি নবজাতক ঝুঁকিতে পড়ে। পরে দ্রুত তাদের হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়। এর মধ্যে একটি নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে এতে  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের পর নবজাতকদের স্থানান্তরিত করা হচ্ছে। শিগগিরই প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।