ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ইয়াবাসহ কিশোর মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
রাজবাড়ীতে ইয়াবাসহ কিশোর মাদকবিক্রেতা আটক

রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের রেলগেট মসজিদ গলির মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. রাসেল কবিরাজ (১৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (০২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম আলম।

আটক রাসেল শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার মো. আলাল কবিরাজের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকবিক্রেতা রাসেল কবিরাজকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ৫৮০টি ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও পাচার আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।