ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার বারাকপুর ইউপিতে আ. লীগের গাজী সাহাগীর জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
খুলনার বারাকপুর ইউপিতে আ. লীগের গাজী সাহাগীর জয়ী

খুলনা:  খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সাহাগীর হোসেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৮৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস পেয়েছেন মাত্র ৩০০ ভোট।  

বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোট নেওয়া হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।  

এদিন খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নির্বাচনে বারাকপুর ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৯ হাজার ৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

প্রসঙ্গত, গত ১২ জুন বারাকপুর ইউনিয়নের বোয়ালিয়ারচরে সন্ত্রাসী হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন। দীর্ঘ ৫০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ আগস্ট রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসার পর মৃত্যু হয় তার। গাজী জাকির হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা,  নভেম্বর ২, ২০২২
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।