খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সাহাগীর হোসেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৮৫ ভোট।
বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোট নেওয়া হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এদিন খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নির্বাচনে বারাকপুর ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৯ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৯ হাজার ৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রসঙ্গত, গত ১২ জুন বারাকপুর ইউনিয়নের বোয়ালিয়ারচরে সন্ত্রাসী হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন। দীর্ঘ ৫০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ আগস্ট রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসার পর মৃত্যু হয় তার। গাজী জাকির হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এমআরএম/এসএ