ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১  

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্র-গুলিসহ রেজাউল করিম রাসেল ওরফে টেলি রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)  গোয়েন্দা মতিঝিল বিভাগ। এসময় তার হেফাজত থেকে ০১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর ) ভোরে খিলগাঁও থানার এ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রাসেলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রাসেল রাজধানীর বিভিন্ন এলাকায় গভীর রাতে যানবাহন থামিয়ে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে থাকেন। রাসেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা  হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০২২ 
এজেডএস/ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।