ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
ফরিদপুরে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তন্ময় বিশ্বাস (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের উত্তর টেপাখোলা এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তন্ময় ওই এলাকার শ্যাম বিশ্বাসের ছেলে।

জানা গেছে, তন্ময় বাড়িতে তার বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি করে গতকাল বুধবার রাতের নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকলে তন্ময়কে গলায় ফাঁস লাগানো নিথরাবস্থায় ঝুলন্ত দেখা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অভিমান করেই তন্ময় আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।