ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় গরিবের ডাক্তার খ্যাত শওকত আলী লস্কর আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
খুলনায় গরিবের ডাক্তার খ্যাত শওকত আলী লস্কর আর নেই

খুলনা: খুলনায় গরিবের ডাক্তার খ্যাত শওকত আলী লস্কর (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ডা. শওকত আলী লস্কর খুলনার বেসরকারি ক্লিনিক ডক্টরস পয়েন্টের চেয়ারম্যান। এছাড়া কিওর হোম ও সিটি ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা জেলা শাখা ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডওএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পা‌রিবা‌রিক সূত্র জানি‌য়ে‌ছে, রাজধানীতে প্রথম জানাজা শেষে আজ রাতে তাকে খুলনায় আনা হবে। শুক্রবার (৪ নভেম্বর) বাদ জুমা খুলনার শহীদ হাদিস পার্কে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।