বরিশাল: সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ভোলা থেকে বরিশালে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হওয়ার পর ব্যাপক ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। তবে ভাড়া বাড়িয়ে স্পিডবোট বরিশাল থেকে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
বুধবার (২ নভেম্বর) রাতে ভোলা থেকে বরিশালে স্পিডবোট চলাচল বন্ধ করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে বরিশাল স্পিডবোট ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।
স্বপন খান নামে এক যাত্রী বলেন, স্পিডবোট বন্ধ করে দেওয়ায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছি। ৩৫০ টাকার ভাড়া ৬০০ টাকা করে চাচ্ছে তারা।
আব্দুর রহমান নামে এক যাত্রী বলেন, ভোলা থেকে বরিশালে স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়ার সুযোগে বরিশাল স্পিডবোট ঘাটের মালিকরা অতিরিক্ত ভাড়া নিয়ে ভোলা যাচ্ছে। এত ভাড়া দিয়ে ভোলা যাওয়া সম্ভব না হওয়ায় এখন ঘাটেই বসে আছি।
অভিযোগের বিষয়ে বরিশাল স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান তারেক শাহ বলেন, আমরা স্পিডবোট বন্ধ করতে কোনো নির্দেশনা পাইনি। বরিশাল থেকে স্পিডবোট যাচ্ছে, কিন্তু ভোলা থেকে কোনো স্পিডবোট যাত্রী নিয়ে আসতে দিচ্ছে না। তাই ফাকা স্পিডবোট নিয়ে আসতে হচ্ছে ভোলা থেকে বরিশালে। ক্ষতি পোষাতে ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এমএস/এসএ