নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় কালো দাগ রয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এমআরপি/এসআরএস