মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
রোববার (৬ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।
গ্রেফতারকৃত হলেন-সিংগাইর উপজেলার গোলড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত সাইদুল্লাহর ছেলে মো. তৌকির আহম্মেদ (৩২) ও ঘোনাপাড়া এলাকার মৃত মজিবরের ছেলে মো. জাহিদ (৩৫)।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, সিংগাইরের (মধ্য সিংগাইর) সাকিন এলাকার পলাতক আসামি খন্দকার উজ্জ্বলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে উজ্জ্বলকে না পেলেও তার উঠান থেকে তৌকির ও জাহিদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ৯০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় সিংগাইর থানায় তাদের নামে মামলা করা হচ্ছে।
তারা আদালতে বিচারাধীন একাধিক মামলার আসামি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এসআই