ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন শারমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন শারমিন

পিরাজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় মা শিউলি বেগমের  লাশ  বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন শারমিন আক্তার।  

রোববার (০৬  নভেম্বর) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন তিনি।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষা দিচ্ছেন।

মেয়ের চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গত শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে ঢাকা প্রাইম হসপিটালে মারা যান তিনি। সকাল ১০টায় লাশ বাড়িতে আনা হয়। সকাল ১১টায় তার পরীক্ষা শুরু হয়। তাই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁতে এইচএসসি পরীক্ষা দিতে যান শারমিন। বিকেলে লাশ দাফন করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় মেয়েটি পরীক্ষা দেন। এ ঘটনায় সবাই শোকাহত।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।