ঢাকা: রাজধানীর রমনা এলাকা থেকে ফেন্সিডিল ও বিদেশি মদসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
তারা হলেন, মনতাজুর রহমান স্বাধীন, মাহফুজুর রহমান হালিম, মো. আজিজুর রহমান, জান্নাত খান ও পারভেজ খন্দকার।
রোববার (৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ। এর আগে শনিবার (৫ নভেম্বর) রমনার ফরচুন মাকের্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।
গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস জানান, গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এজেডএস/এসএ