ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি মধুয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কুলিয়ারচরের ছয়সূতি মধুয়ারচর এলাকায় বাসের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দু’জন যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।