ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর 

দিনাজপুর: দিনাজপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাবিত্রী রানি (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

রোববার (৬ অক্টোবর) সকাল সোয়া ১১টায় দিনাজপুর পৌর এলাকার কাচারী রেলক্রসিয়ের পূর্ব পাশে ৪০৯/৪-৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাবিত্রী দিনাজপুর পৌর এলাকার বালুবাড়ীর রাজু হেলার স্ত্রী। তিনি দিনাজপুর মহিলা কলেজের পরিচ্ছন্নতা কর্মী।

সাবিত্রীর পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন সাবিত্রী। এ কারণে চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। রোববার সকালে তিনি তার বোন সইদা রানিকে জানান যে তিনি কাজে যাবেন না। কলেজের কাজগুলো তার বোনকে করতে বলেন তিনি। পরে সকাল সোয়া ১১টার দিকে পরিবারের লোকজন সাবিত্রীর মৃত্যুর  খবর পান।

দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাবান্ধা এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।