নওগাঁ: নওগাঁয় ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৫৭) নামে ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার পিরোজপুর গেঞ্জির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই উপজেলার দোগাছী হঠাৎপাড়া গ্ৰামের বাসিন্দা।
জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিল আহসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, খোরশেদ ভ্যান নিয়ে রাণীনগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থল এলে রাণীনগর থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসআরএস