ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রলির ধাক্কায় শহিদুল শেখ (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় মো. ইমদাদ (২৫) নামে এক যুবক আহত হন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর মোহাম্মদপুর সড়কের বেলজানী চরপাড়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল শেখ (৪৫) একই উপজেলার বেলজানী চরপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, নিহত শহিদুল শেখ মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারীর পথে এবং ট্রলিটি সাতৈর হয়ে মোহাম্মদপুর যাওয়ার পথে ছিল। এ সময় বেলজানী চরপাড়া মাদরাসার সামনে ট্রলিটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। এছাড়া ইমদাদ নামে এক আহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মরদেহটি মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ লাশের সুরতহাল করছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এফআর