নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রফিক, সেলিম, রফিকুল ইসলাম, আরিফ মিয়া, মানিক মিয়া, বিল্লাল ভুইয়া, নাজিমুল হক সুমন। তাদের বাড়ি চনপাড়া, পূর্বগ্রাম, সাহাপুর ও বানিয়াদি এলাকায়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, রাত আড়াইটার দিকে মুড়াপাড়া বাজার এলাকায় একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ওই সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে ওই সাত জনকে আসামি করে একটি ডাকাতির প্রস্তুতির মামলা করেন। বিকেলে গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআরপি/জেডএ