ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে শাহীন (৩৫) নামে এক আসামি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ মুগদা হাসপাতালে গিয়ে শাহীনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
র্যাব-১-এর একটি সূত্র জানায়, শাহীন হত্যা মামলাসহ ২৩টি মামলার আসামি। তাকে আটকের চেষ্টা করছিল র্যাব। বৃহস্পতিবার রূপগঞ্জের চনপাড়া এলাকায় গেলে র্যাবের সঙ্গে শাহীনের ‘গোলাগুলি’ হয়।
এক পর্যায়ে শাহীন গুলিবৃদ্ধ হলে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাবের ওই সূত্র।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এজেডএস/এমজেএফ