রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও পুলিশ পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) গভীর রাতে টহল দেওয়ার সময় গোদাগাড়ী রেল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ আব্দুল হালিম (৪০) ও জিন্নাত আলী (৩৮)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত রাতে টহল ডিউটি করার সময় গোদাগাড়ী থানার রেল বাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পুলিশের ওই পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা রামেক হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
কামরুল ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এসএস/এসআইএস