ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবি: দেড় মাস পর মিলল শিশুর গলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
পঞ্চগড়ে নৌকাডুবি: দেড় মাস পর মিলল শিশুর গলিত মরদেহ

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ৪৭ দিনের মাথায় নিখোঁজ হওয়া চার বছরের শিশু জয়া রানীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়া রানী পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বীপংকর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, দুপুরে আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনাস্থলে ঘাটের ইজারাদরের লোকরা কাজ করছিল। এ সময় তারা দূর্গন্ধ পেয়ে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে নদী থেকে বালু উত্তোলন করা হলে বালু চাপা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মরদেহটি দাহ করার জন্য নিহতের পরিবারটিকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

এর আগে, গত বুধবার (৯ নভেম্বর) দুপুরে আউলিয়া ঘাটে করতোয়া নদী থেকে নিখোঁজ ভুপেন ওরফে পানিয়া (৪৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়।

নিখোঁজ অপরজন হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সরেন্দ্রনাথ (৬৫)।

গত ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলায় মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনাটি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।