ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
কিশোরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদকবিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দুই হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা বেগম (৩৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক নাছিমা বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর এলাকার মো. স্বপন মিয়ার স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারী মাদক বিক্রেতা নাছিমা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই হাজারটি ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক নাছিমা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন বলেও জানানো হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর নারী মাদকবিক্রেতা নাছিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।