ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সরকারবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা, গ্রেফতার ৩২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
সরকারবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা, গ্রেফতার ৩২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারের ফুড কোড থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা সরকার বিরোধী ষড়যন্ত্র করতে সেখানে সমবেত হয়েছিলেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্র করতে এসকেএস টাওয়ারের ফুড কোডে সমবেত হয়েছে কিছু লোক, এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, বনানী থানার বিএনপির সাবেক সভাপতি আজাদের নেতৃত্বে সেখানে সমবেত হন তারা।

আটক ৩২ জনের সবাইকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।