ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পিজিসিবি ডিপ্রকৌসের সভাপতি ইলিয়াস, সম্পাদক রবিউল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
পিজিসিবি ডিপ্রকৌসের সভাপতি ইলিয়াস, সম্পাদক রবিউল দেওয়ান মো. ইলিয়াস ও রবিউল ইসলাম

ঢাকা: জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (পিজিসিবি) কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (পিজিসিবি ডিপ্রকৌস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  

এ নির্বাচনে অপটিক্যাল ফাইবার ডিভিশনের সহকারী প্রকৌশলী দেওয়ান মো. ইলিয়াস সভাপতি ও প্রকল্প বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি (রাজশাহী অঞ্চল) মো. মোসলেম উদ্দিন, সহ-সভাপতি (খুলনা অঞ্চল) মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মো. মছনুল আলম, সহ-সভাপতি (বরিশাল অঞ্চল) মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি (রংপুর অঞ্চল) মো. মীর আলম, সহ-সভাপতি (ময়মনসিংহ অঞ্চল) মো. আব্দুস সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মো. আবদুর রশিদ খান, কাজী মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.  ইউসুফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আলমগীর কবির, মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জয়বালা, সহ-দপ্তর সম্পাদক মো.  মারুফ হোসেন, প্রচার সম্পাদক এস কে মো. আশরাফুল আলম, সহ-প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আজিজুর রহমান, চাকরি বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মো. আবদুল লতিফ শিকদার, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইমাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মামুনুর রশীদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক শাহনেওয়াজ রেদোয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান বকুল।

নেটওয়ার্ক ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাবিবুল্লাহ মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার গুলশান গ্রিড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও প্রকল্প বিভাগের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবিরকে সহকারী নির্বাচন কমিশনার করে গঠিত নির্বাচন কমিশন সব পদে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।