ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে চলছে নৌ পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
নানা আয়োজনে চলছে নৌ পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী ছবি: ডিএইচ বাদল 

ঢাকা: নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৪ নভেম্বর) র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

র‌্যালির নেতৃত্ব দেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। অগ্রযাত্রার ৯ বছর স্লোগানকে সামনে রেখে এবারের নৌ পুলিশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে পুলিশ।

রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নৌ পুলিশের বিভিন্ন আনুষ্ঠান চলছে।  


প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পুলিশের এসপি গৌতমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন।  


বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২ 
এমএমআই/এসআইএস 



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।