ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ভ্যান-নসিমন সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
ফরিদপুরে ভ্যান-নসিমন সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভ্যান-নসিমন মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। নিহতের নাম নজর আলী বিশ্বাস (৩২), তিনি বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকাল ৯ টার দিকে সহস্রাইল কালিনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যান উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং ভ্যান ও নসিমনে থাকা কমপক্ষে ৬ যাত্রী আহত হন।  

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ভ্যান-নসিমন মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ থেকে ৬ জন।

তিনি বলেন, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল শেখের ছেলে লিয়ন শেখ (২৪) ও শামসুল আলমের ছেলে তরিকুল ইসলাম (২৬)  ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।