ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
পঞ্চগড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পঞ্চগড়: পঞ্চগড় পৌর এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

 

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে পৌর এলাকার উত্তর জালাসী এলাকা থেকে তাকে আটক করা হয়।  

বুধবার সকালে সিয়াম শাহরিয়ার উচ্ছাস (১৭) নামে এক যুবককে প্রধান আসামি করে মনিরসহ মোট পাঁচ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আটক যুবক মনির জালাসী এলাকার মৃত গহের আলীর ছেলে।

এদিকে অভিযুক্ত আসামিরা হলেন, উত্তর জালাসী এলাকার খতিবর রহমানের ছেলে প্রধান আসামি উচ্ছাস (১৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে জিন্নাহ (২৫), বাবুর ছেলে বিপুল (২৫) ও লিটন (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী উত্তর জালাসী এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে এক বান্ধবির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় উচ্ছাসের বাড়ির সামনে গেলে উচ্ছাস কৌশলে তাকে বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে আগে থেকেই বাড়ির ভেতরে থাকা অপর আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করেন।  

পঞ্চগড় সদর থানার পরিদর্শক(নিরস্ত্র) প্রবীর চন্দ্র সরকার বাংলানিউজকে বলেন, ভিকটিমের মা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, যৌনপীড়ন, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়, জোর পূর্বক নগ্ন ছবি মোবাইল ফোনে ধারন ও সহায়তা করার অপরাধে তিনটি পৃথক ধারায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর আসামি মনিরকে গ্রেফতার করে কারগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।