ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় বাইকার নিহত প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় পায়েল সরদার (২৮) নামে এক বাইকার নিহত হয়েছেন।  

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পায়েল জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ুম সরদারের ছেলে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, পায়েল জেলা শহর থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে সুলতানপুরে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পায়েল নিহত হন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।