ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
চাঁদপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে দুটি গ্রামের ৪ শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া ও শোভান গ্রামে এই ঘটনা ঘটে।

 

আহতদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন স্বজন ও স্থানীয়রা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- রাফি (১১), তাছলিমা (১০), জুনায়েদ (৫), ইদ্রিস গাজী (২৮), আবদুর রাফি (৯) ও হাসিব (১৭)।

আহত ইদ্রিস মিয়া বলেন, একটি কুকুর দৌড়ের উপর সবাইকে কামড়ে আহত করে। কোন কিছু বুঝে উঠার আগেই সবাই আহত হন। ধানুয়া ও শোভান পাশাপাশি গ্রাম। আহতরা সবাই দুই গ্রামের বাসিন্দা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিমেষ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, আহত সকলকে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই এখন ঝুঁকিমুক্ত।

বাংলাদেশ সময়: ১৭০০, নভেম্বর ২৩, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।