ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় দুই গ্রুপে সংঘর্ষ, ইউপিডিএফ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
মাটিরাঙ্গায় দুই গ্রুপে সংঘর্ষ, ইউপিডিএফ সদস্য আহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুপম চাকমা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত-গ্রুপ) সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনুপম চাকমা খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের হরিনাথ পাড়ার মনুজয় চাকমা ছেলে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।