ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরে ছাত্রদলের ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত্য ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন- শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান।

ছাত্রদলের আহত নেতাকর্মীরা হলেন- আশরাফ হোসেন, সাজ্জাদ হোসেন শুভ, সোহেল, রাসেল মাহমুদ, সাব্বির হোসেন, সুহাস হান্নান, নোবেল আহমেদ, শাওন হাওলাদার, শহীদুল ইসলাম, ইকরাম, মো. শাহীন ও ফারুক হোসেন। তারা ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী।

পুলিশের দাবি, ছাত্রদলের লোকজন মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় সংঘর্ষ হয়েছে।

অন্যদিকে ছাত্রদল নেতারা দাবি করেছেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে নেতাকর্মীদের গায়ে হাত তোলে। এতে তাদের ৮-১০ জন কর্মী আহত হন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিছিলের নেতৃত্ব দেন। চজবাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজার ব্রিজ পার হলেই পুলিশের বাধার মুখে পড়েন তারা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। এ সময় তাদের ঘুষি-লাথিতে ৮-১০ জন নেতাকর্মী আহত হন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে বাজারে মিছিল নিয়ে বের হয়। এতে যানজট লেগে যায়। তাদের সরাতে গেলে মিছিলে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।