ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাই ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রকাশ্যে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম সাব্বির হোসেন। তিনি এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধি।

জানা গেছে, ইসলামি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সাব্বির দক্ষিণপাড়া শাখা হতে মোটরসাইকেলে মূল শাখার দিকে রওয়ানা দেন। এ সময় প্রাইভেটকারে চার পাঁচজন সদস্যের একটি দল তার পথরোধ করে। তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাব্বিরকে আটক করে এবং হাতকড়া পরিয়ে টাকাসহ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে সাব্বিরকে মারধর করে উপজেলার সাতগ্রাম এলাকায় ফেলে দেয়। এরপর টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছি। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।