ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
গাজীপুরে দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ৫০ বস্তা সরকারি চাল বিক্রির জন্য মজুদ রাখে। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বস্তা চাল জব্দ করে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। তবে মুদি দোকানিকে আটক করতে পারেনি পুলিশ।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের এসব চাল দোকানে বিক্রির কোনো নিয়ম নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।