ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
বনশ্রীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহেল শিকদার বাবু (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাবু নড়াইলের নড়াগাতী থানার কহরডাঙ্গা এলাকার মোস্তাইন শিকদারের ছেলে।

বাবুর বড় ভাই মামুনুর রশিদ ও নির্মাণাধীন ভবনের সুপারভাইজার আবুল কালাম জানান, খিলগাঁও বনশ্রীর এম ব্লকের আট নম্বর রোডের ৮৪ নম্বর ভবনে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন বাবু। বিকেলে নির্মাণাধীন ভবনের আটতলায় বাবু ও তার সহযোগী কাজ করছিলেন। এ সময় সেখান থেকে নিচে পড়ে যান বাবু। পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ভবনের লোকজন ও স্বজনরা দাবি করছেন। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।