ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চুরি

শেরপুর: শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে স্মার্ট ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আরেফ রব্বানী জানান, রাতে ৫-৬ জনের একটি দল নিচতলার গ্রিল কেটে দুইজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রাখেন। পরে দোতলার স্মার্ট ল্যাবের ত্রিশটি কম্পিউটারের র‌্যাম, মাদারবোর্ড ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যান তারা।

এ সময় নিরাপত্তা প্রহরী লুৎফর রহমান ও নৈশ প্রহরী দেলোয়ার হোসেনকে গুরুতর আহত করা হয়। পরে ভোরে সেখানে চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

এরপর পুলিশ এসে স্মার্ট ল্যাব পর্যবেক্ষণ করে এবং মামলার বিষয়ে প্রস্তুতি চলছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। হাসপাতালে আহতদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।