ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
মিঠাপুকুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রংপুর: রংপুরের মিঠাপুকুরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাতাসন দুগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহমুদ মিয়া মিঠাপুকুর উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাহমুদ মিয়া পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মুকুল মিয়া নামে এক ব্যক্তিকে অণ্ডকোষ কেটে হত্যা করেন। পরে নুরপুর বিলে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। এঘটনায় ২৪ ফেব্রুয়ারি  মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিচারিক আদালত মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, রায় ঘোষণার পর থেকে আসামি মাহমুদ মিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।