ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুর কারাগারে বন্দির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
মেহেরপুর কারাগারে বন্দির মৃত্যু 

মেহেরপুর: হঠাৎ অসুস্থ হয়ে মো. মুনসুর আলী (৫১) নামে মেহেরপুর কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেরপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মকলেছুর রহমান জানান, শ্বাসকষ্ট ও ঠাণ্ডা জনিত সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপর মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, রাতে তার হার্ট অ্যাটাক হয়।

মেহেরপুর কারাগারের জেলার মো. মখলেছুর রহমান জানান, গত ২২ নভেম্বর মেহেরপুর আদালতের একটি মামলায় তাকে নরসিংদী কারাগার থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছিল। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলা শহরের সনু মিয়ার ছেলে।

মেহেরপুর আদালতে তার নামে প্রতারণার অভিযোগে ৪২০ ধারায় একটি মামলা রয়েছে। আগামী রোববার সেই মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।