ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
সাপাহারে ট্রলিচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার পিছলডাঙা গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিচাপায় আমান বাবু (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার এ দুর্ঘটনা ঘটে।

আরিফ ওই গ্রামের শরিফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আমানসহ কয়েকটি বাচ্চা মাঠে খেলা করছিল। এ সময় মাঠের পাশে সড়কে ধান বোঝাই একটি ট্রলি যাচ্ছিল। খেলারত শিশুরা সেই ট্রলির পেছনে দৌড়াতে থাকে। এ অবস্থায় ট্রলিটি রাস্তা থেকে লাইনচ্যুত হলে চালক পেছনে ব্যাকে নেয়। এ সময় আমান ট্রলিচাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।