ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তজার্তিক প্রতিবাদ দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তজার্তিক প্রতিবাদ দিবস পালন

মাদারীপুর: মাদারীপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। ‘বাতাস ছুটুক, তুফান উঠুক, দমবো না থামবো না’ শ্লোগান ধারণ করে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় নারী সংগঠন সমূহের নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার) মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে শহরের জিরো পয়েন্ট থেকে র‍্যালী বের করে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা অঙ্গনে ঘন্টাব্যাপী স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অবস্থান কর্মসূচী পালন করে।

এ সময় বক্তব্য রাখেন, সৌহার্দ্য নারী কল্যাণ ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক ফাতেমা বেগম পারভীন, মুক্তির পথ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডেইজি আফরোজ, সৃজনশীল মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া আক্তার এবং নারী উদ্যোক্তা ও সাংবাদিক আঞ্জুমান আরা জুলিয়াসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।