ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু 

ফরিদপুর: ফরিদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

ডিজিটাল মেলায় বিভিন্ন কার্যক্রমের সাথে ছিলো সংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৫০টি স্টল দু'দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করছে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফরিদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. লিটন আলী।  

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সহকারী কমিশনার তারিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রযুক্তির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকে সাধারণ মানুষ শুধু জানতে পারছেন না, এখান থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তারা স্বাবলম্বী হচ্ছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখন থেকে প্রতিবছরই এ ধরণের মেলার আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল দেখেন ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।