ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদরাসা পড়ুয়া মেয়েকে নিয়ে বিপাকে বাবা-মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
মাদরাসা পড়ুয়া মেয়েকে নিয়ে বিপাকে বাবা-মা

নারায়ণগঞ্জ: প্রথমে ইভটিজিং পরে প্রেম নিবেদন সর্বশেষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। ভুক্তভোগী মাদরাসা ছাত্রীকে নিয়ে বিপাকে পড়েছেন মা-বাবা।

বিচারের জন্য ঘুরছেন দ্বারে দ্বারে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল নাগাদ বিচার না পেয়ে মামলা দায়ের করেছেন থানায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নানাভাবে উত্যক্ত করেও ক্ষান্ত না হয়ে মাদরাসা-পড়ুয়া কিশোরীকে নানাভাবে ফুসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বসতঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক উজ্জ্বল (২২)।  কিশোরী মেয়েটি বিয়ের প্রলোভনে পড়ে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এভাবে তিন মাস ধরে মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক।  

সর্বশেষ গত ১৪ নভেম্বর বিকেলে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক শেষে ওই যুবক সাফ জানিয়ে দেয় যে, সে তাকে বিয়ে করতে পারবে না।

এ নিয়ে উপায়ন্তর না দেখে কিশোরীর মা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।