ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেকলে বাঁধা সেই সোহাগীর পাশে দাঁড়ালেন মোজাম্মেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
শেকলে বাঁধা সেই সোহাগীর পাশে দাঁড়ালেন মোজাম্মেল

লালমনিরহাট: বাংলানিউজে খবর প্রকাশের পর শিকল বাধা সেই সোহাগীর (১৮) পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক।

শুক্রবার(২৫ নভেম্বর) বিকেলে নতুন শীতবস্ত্র ও চিকিৎসার জন্য সোহাগীর বাবা মায়ের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

এর আগে গত ২২ নভেম্বর ‘শিকলে বাধা সোহাগীর জীবন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় বাংলানিউজে।

মানসিক ভারসাম্যহীন সোহাগী বেগম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি কদমতলা মোড় এলাকার দুলাল মিয়ার মেয়ে।

জানা গেছে, চার বছর বয়সে পুকুরে ডুবে যাচ্ছিলেন সোহাগী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেট থেকে পানি বের করতে গেলে মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। ভূমিহীন ছাট মাংস বিক্রেতা দুলাল মিয়া টানা ৪/৫ বছর ধরে মেয়ের চিকিৎসা করান।  

অনেক টাকা খরচ করেও মেয়েকে সুস্থ্য করতে ব্যর্থ হন। ছুটে গিয়ে মানুষের ক্ষতি করতে পারে সেই আশংকায় সোহাগীর পায়ে শিকল বেঁধে রাখে তার পরিবার। এভাবে দীর্ঘ ১০ বছর ধরে সোহাগীর জীবন কাটছে শিকলে বন্দি হয়ে।

সোহাগীর এমন করুণ ইতিহাসের সচিত্র প্রতিবেদন দেখে তাকে সহায়তা করতে হাত বাড়িয়ে দেন লালমনিরহাট জেলা পরিষদ সদস্য(কালীগঞ্জ) মোজাম্মেল হক।

শুক্রবার বিকেলে সোহাগী ও তার পরিবারের সবার জন্য শীতের নতুন পোশাক এবং তার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা নিয়ে সোহাগীর পাশে দাঁড়ান তিনি। আগামী দিনেও সোহাগীর পরিবারকে সহায়তা দিতে সাধ্যমত চেষ্টা করারও আশ্বাস দেন মোজাম্মেল।

মানবিক প্রতিবেদন প্রকাশ করায় বাংলানিউজকে ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বলেন, প্রতিবেদনটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। তাই তার চিকিৎসার জন্য সাধ্যমত হাত বাড়িয়েছি। আগামীতেও সোহাগী ও তার অসহায় পরিবারে পাশে থাকব আমরা। আমার নির্বাচনী এলাকার বাইরে হলেও আগামীতে সরকারি সহায়তা এ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

এ সময় তার সাথে ছিলেন পলাশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরবক্ত মিয়া, ভাদাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান হাসান ও ব্যবসায়ী রায়হান কবির।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সোহাগীর মা সাবিনা বেগম বলেন, আমাদের মতো গরিব ও অসহায়দের যারা সাহায্য করেছেন। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লায় যেন, তাদেরকে দীর্ঘ জীবন দান করেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।