ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পৌরসভার ১৪নং ওয়ার্ডের ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

 

শুক্রবার বিকেলে (২৫ নভেম্বর) শহরের বাঁশবাড়ি শেরেবাংলা স্কুল মাঠে খেলার উদ্বোধন করা হয়।  

সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন।  

টুর্নামেন্টের শুরুতে জাতীয় সংগীত পরিবেশেনের মাধ্যমে জাতীয় পতাকাসহ আটটি দলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।  

টান টান উত্তেজনা নিয়ে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে যুগান্তর স্পোটিং ক্লাব এবং বাঁশবাড়ি স্পোটিং ক্লাব। পুরো খেলার আয়োজন করেন বাঁশবাড়ির কৃতি সন্তান পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন এবং খেলার সার্বিক দায়িত্বে রয়েছেন মো: সোহেল আকতার।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।