ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লোকসান কাঁধে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
লোকসান কাঁধে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

নাটোর: ৬৫ কোটি টাকা লোকসান কাঁধে নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯০তম আখ মাড়াই কার্যক্রম (২০২২-২০২৩ মৌসুম) শুরু হয়েছে। এবার ১৩৭ কর্ম দিবসে দুই লাখ ১৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে।

এতে চিনি উৎপাদন হবে ১৫ হাজার ৩৩০ মেট্রিক টন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ডোঙায় আখ ফেলে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমসহ স্থানীয় কৃষকসহ নেতৃবৃন্দ।

নর্থ বেঙ্গল সুগার মিলস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মিলের নিজস্ব ৫৭৫ একরসহ প্রায় ২৪ হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। ১৩৭ কর্মদিবসের লক্ষ্যমাত্রায় ২ লাখ ১৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার ৩৩০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ দশমিক ২ শতাংশ।

গত মৌসুমে লোকসান হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। মিল এলাকায় প্রতিদিন ১৫৭টি অবৈধ পাওয়ার ক্রাশারে ৬২৮ মেট্রিক টন আখ মাড়াই হচ্ছে। ফলে মিলের চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে উত্তরবঙ্গ চিনিকল আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল বাংলানিউজকে বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলেও প্রায় এক মাস দেরিতে মাড়াই শুরু হচ্ছে। এতে রবিশস্য আবাদের জন্য জমি তৈরির জন্য চাষিরা অবৈধ ক্রাশারে আখ দিতে বাধ্য হয়েছেন। অনেক কৃষক রবি শস্য করতে পারবেন না বলে জানিয়েছেন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বাংলানিউজকে বলেন, চলতি রোপণ মৌসুমে চাষিদের উৎসাহিত করে রেকর্ড পরিমাণ জমিতে আখ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছিল। চাহিদা মাফিক আখ উৎপাদন হয়েছে। পাশাপাশি মিলের নিজস্ব খামারগুলো লাভের মুখ দেখতে শুরু করেছে। আখ চাষিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে চিনিকলটি আবার লাভের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।