ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুই জেলার এসপিসহ ৪ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
দুই জেলার এসপিসহ ৪ কর্মকর্তাকে বদলি

ঢাকা: গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারসহ (এসপি) একই পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) এবং গাইবান্ধা জেলার এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ এসপি হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ এসপি মো. কামাল হোসেনকে গাইবান্ধা জেলার এসপি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিসি মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।