ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মতলব উত্তরে দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
মতলব উত্তরে দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত নিহতরা।

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হোসেন (২২) ও সালাহ উদ্দিন (২১) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে এবং সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে। তারা দুজনেই উচ্চ মাধ্যমিকের ছাত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে করে হোসেন ও সালাউদ্দিন সাহেব বাজার থেকে টরকী গ্রামে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাটি রসুলপুর নামক স্থানে গেলে একটি কুকুর তাদের মোটরসাইকেলের সামনে পড়ে। এসময় কুকুর থেকে বাঁচার চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে দুই কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যান।

সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বাংলানিউজকে বলেন, নিহতদের বাড়ি একই গ্রামে। তাদের পরিবারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।