ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডাসারে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ডাসারে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আহত ৪

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসারে আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন- উপজেলার খাতিয়াল এলাকার আলেক শেখের ছেলে নাসির শেখ (৪০), মনাই জমাদ্দারের ছেলে বাবুল জমাদ্দার (৪২), আব্দুল গণি খানের ছেলে কুদ্দুস খান (৪০) ও জাকির মাতুব্বরের ছেলে জুবায়ের (৩৫)।

জানা গেছে, জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার গিয়াসউদ্দিন হাওলাদার ও শাহ-আলম মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। রাতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে আসার পথে কথা কাটাকাটির জেরে শাহ আলম মাতুব্বরের লোকজনের ওপর হামলা চালায় গিয়াসউদ্দিন হাওলাদারের লোকেরা। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন জখম হন। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করাহয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব জানান, ‘আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে। ’

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫,২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।