ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ  আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আচমিতা এলাকা থেকে তাদের আটক করা হয়।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

আটক দুই মাদক বিক্রেতা হলেন-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর উত্তর পাড়া ( মামুন কমিশনারের বাড়ির সামনে) এলাকার মৃত মজলিস মিয়ার ছেলে মো. শাহ আলম (২৪) ও একই এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জালাল  মিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আচমিতা এলাকায় গাঁজা নিয়ে ওই দুই মাদক কারবারি অবস্থান করছিলেন। এ খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজাসহ আটক দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।