ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে মামা ও ভাগ্নের দলের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
নাসিরনগরে মামা ও ভাগ্নের দলের সংঘর্ষ, আহত ২০ সংঘর্ষে আহত ব্যক্তিরা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে মামা ও ভাগ্নে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (২৫ নভেম্বর) নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাপড়তলা ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জাহের মোল্লা ও তার আপন ভাগ্নে মো. মুক্তার মিয়ার। নির্বাচনে জাহের মোল্লা বিজয়ী হোন। তখন থেকেই মামা-ভাগ্নের সম্পর্কে তিক্ততা আসে।

গত বৃহস্পতিবার দুপুরে মুক্তার মিয়ার পক্ষের এক কৃষককে মারধর করে ইউপি সদস্য জাহের মিয়ার লোকজন। এ নিয়ে শুক্রবার সকালে দুইপক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষই মামলা দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।