ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৫ বছরে বরগুনার ১৭ হাজার কর্মী বিদেশ গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
৫ বছরে বরগুনার ১৭ হাজার কর্মী বিদেশ গেছেন

বরগুনা: বরগুনা থেকে গত পাঁচ বছরে ১৭ হাজার ১৬৫ কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে ১১ হাজার ৩৫৬ জন পুরুষ।

এছাড়া নারী কর্মী আছেন ৫ হাজার ৮০৯ জন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (অতি.) এ.কে.এম সাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

জনশক্তি কর্মসংস্থানর তথ্য অনুসারে জেলা থেকে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৮৭ জন কর্মী বিভিন্ন পেশায় বিদেশ গেছেন।

বছর অনুসারে
২০১৮ সালে বরগুনা থেকে ৩ হাজার ৫৯২ জন কর্মী বিদেশে গেছে। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৩৯৬ ও নারী কর্মী ১১৯৬ জন।

২০১৯ কর্মী হিসেবে দেশের বাইরের পাড়ি জমিয়েছেন ২ হাজার ১৮৭ জন পুরুষ ও ১৬২০ জন নারী।

২০২০ সালে কর্মী গেছেন মাত্র ১০০২ জন। এদের মধ্যে পুরুষ ৭১৬ জন ও নারী কর্মী ২৮৬ জন। বছরটির এপ্রিল, মে ও জুন মাসে কোনো কর্মী বিদেশ যেতে পারেননি।

২০২১ সালে কর্মী গেছেন ৩ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ১১৫ ও নারী কর্মী ১ হাজার ৩২৯ জন।

চলতি বছরের (২০২২) ৩১ আগস্ট পর্যন্ত বিদেশে কর্মী গেছেন ৫ হাজার ৩২০ জন। এদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯৪২ ও নারী কর্মী ১ হাজার ৩৭৮ জন।

এ.কে.এম সাহাবুদ্দিন আহমেদ বলেন, বিদেশে কর্মী পাঠানোয় প্রতারণা বন্ধ ও শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’ প্রণয়ন করা হয়। এতে প্রতারণার জন্য দায়ী ব্যক্তিকে অনধিক ৫ বছরের কারাদণ্ড এবং অন্তত এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান আছে।

এই আইনে অপরাধের মাত্রাভেদে ১০ বছরের সাজার বিধান রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।