ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (৩৫) নামে এক নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বাদল মিয়ার মেয়ে। তিনি রূপালী ব্যাংক লিমিটেডের নরসিংদী শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নরসিংদী আসছিলেন আসমা আক্তার। বান্দারদিয়া পৌঁছালে ভৈরবগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আসমা আক্তার মারা যান। পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সালাহউদ্দীন মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।